Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৩ মার্চ, ২০১৭ ২৩:৪১

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন সৌদি যুবরাজ

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন সৌদি যুবরাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই হচ্ছে তাদের প্রথম সাক্ষাৎ। এ লক্ষ্যে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে সৌদি ছেড়েছেন তিনি। দ্য রয়াল কোর্টের বিবৃতির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গতকাল একথা জানায়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ফোনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে কথা বলেছিলেন। ফোনালাপে ট্রাম্প ইয়েমেনে ও সিরিয়ায় সেফ জোন প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিলেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে তখন একথা জানিয়েছিলেন। রয়াল কোর্টের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে যুবরাজ সালমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়গুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রিন্স সালমান বৃহস্পতিবার থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু করবেন বলেও এতে জানানো হয়। উল্লেখ্য, সৌদি আরবের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন প্রিন্স সালমান। তাকে সৌদি বাদশার সব ছেলেদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে দেখা হয়ে থাকে। নিউজউইক।


আপনার মন্তব্য