মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু ২৯ মার্চ

যুক্তরাজ্যের ইইউ ছাড়ার  প্রক্রিয়া শুরু ২৯ মার্চ

তেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ। এ দিন লিসবন চুক্তির ৫০ ধারা মেনে দেশটির ইইউ ত্যাগের আনুষ্ঠানিক ইচ্ছার কথা জানিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তেরেসা মে সরকারের পক্ষ থেকে গতকাল সকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে টাস্ককে এ ব্যাপারে একটি চিঠিও দেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের দফতরের একজন মুখপাত্র গতকাল এ কথা নিশ্চিত করেছেন।  যুক্তরাজ্যের ইইউ ত্যাগের প্রশ্নে গত বছরের ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে অর্ধেকের বেশি ভোটার দেশটির ইইউ ত্যাগের পক্ষে ভোট দেন। তবে দেশটির সুপ্রিম কোর্টের প্রতিবন্ধতায় ইইউ ত্যাগের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তেরেসা মের সরকার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল আনতে বাধ্য হয়। বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে সম্প্রতি পাস হয়। এর আগে একটি নিম্নকক্ষেও পাস হয়। ফলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে মের সরকারের জন্য কোনো বাধাই অবশিষ্ট ছিল না। পূর্ব ঘোষণা অনুযায়ী এ লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া অবশেষে শুরু হচ্ছে। ২০০৯ সালের লিসবন চুক্তির আলোকেই ইউনিয়ন গঠিত হয়। কোনো সদস্য দেশ যদি ইইউ ত্যাগ করতে চায় তাহলে দেশটিকে এ চুক্তির ৫০ ধারা অনুযায়ী নিজ দেশের পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এবার সে কাজটিই করতে যাচ্ছে যুক্তরাজ্য।  বিবিসি।

সর্বশেষ খবর