মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৭০ বছরের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তায় ট্রাম্প

৭০ বছরের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন সাকুল্যে দুই মাস। এর মধ্যে জনপ্রিয়তার তলানিতে চলে গেছেন তিনি। গত ৭০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত কম জনপ্রিয়তায় কোনো রাষ্ট্রপতি আসেনি। গ্যালাপের এক জরিপে দেখা গেছে, ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে শতকরা ৩৭ ভাগ। অর্থাৎ প্রতি ১০০ জন মার্কিনির মধ্যে মাত্র ৩৭ জন তাকে সমর্থন করছেন। ক্ষমতা গ্রহণের এই সময়সীমার মধ্যে গত ৭০ বছরের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা এত নামেনি। শুধু তাই নয়, ৫৮ ভাগ মার্কিনি তাকে প্রেসিডেন্ট হিসেবেই মানেন না। দেশটির অনেক প্রেসিডেন্টদের জনপ্রিয়তা বা রেটিং কমেছে। কিন্তু কারোরই এত বেশি কমেনি । দ্য গার্ডিয়ান

সর্বশেষ খবর