মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শীর্ষস্থান ধরে রাখলেন বিল গেটস

ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনীদের যে তালিকা তৈরি করে সে তালিকায় এবারও প্রথমস্থান ধরে রাখলেন বিল গেটস। ম্যাগাজিনটির হিসাবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা গেটসের সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থানে আছেন তিনি। শীর্ষ ধনীদের এ তালিকাটি গতকাল প্রকাশিত হয়। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ ৭৫.৬ বিলিয়ন ডলার। তালিকায় থাকা শীর্ষ দশ ধনীর বেশিরভাগই তথ্য-প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত। শীর্ষ দশে স্থান পাওয়া বাকিরা হলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস তৃতীয়, স্প্যানিশ ফ্যাশন চেইন জারার প্রতিষ্ঠাতা আমানচিও ওর্তেগা চতুর্থ, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পঞ্চম, মেক্সিকোর টেলিকম টাইকুন কার্লোস স্লিম ষষ্ঠ, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন সপ্তম, আমেরিকান কোচ ফ্যামিলির দুই ভাই চার্লস ও ডেভিড যথাক্রমে অষ্টম ও নবম। তালিকায় দশম স্থানে আছেন ব্লুমবার্গ নিউজের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ। এএফপি

সর্বশেষ খবর