বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হিন্দু-মুসলিম সমঝোতা চায় ভারতের সুপ্রিম কোর্ট

বাবরি মসজিদ

কলকাতা প্রতিনিধি

ভারতের অযোধ্যায় রাম মন্দির এবং বাবরি মসজিদ বিতর্ক হিন্দু-মুসলিম উভয়পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের মতে, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এরকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই হতে পারে। ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে বলেও জানায় আদালতটি। রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি জে এস খেহার বলেন, দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন। দরকারে মধ্যস্থতাকারী নিয়োগ করা হোক। সেক্ষেত্রে নিজেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি বলেও ঐতিহাসিক প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি জে এস খেহার। ভারতীয় জনতা পার্টির নেতা সুবহ্ম্যনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যাতে অযোধ্যা মামলার দ্রুত শুনানি হয়। সম্প্রতি বিবিসির একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন যে দুবছরের মধ্যে রাম মন্দির তৈরি হবে। অন্য কোনো জায়গায় রাম মন্দির তৈরি সম্ভব না আমাদের পক্ষে, কারণ এটা ধর্ম বিশ্বাসের ব্যাপার। এদিকে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা বিনয় কাটিয়ার। তিনি বলেন, কেন্দ্রে ও উত্তর প্রদেশে যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে, তাই এবার এই সমস্যার সমাধান হওয়া উচিত। তবে আদালতের এই সিদ্ধান্তে খুশি নয় মুসলিমরা। তাদের মতে আলোচনার টেবিলে বসার আগে একটা আইনি সিলমোহর পড়া উচিত। ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল।

সর্বশেষ খবর