বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দুর্নীতি কেলেঙ্কারির তদন্তের অধীনে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে  ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরকারি কৌঁসুলিদের কার্যালয়ে টানা ২২ ঘণ্টা থাকার পর গতকাল ভোরে কার্যালয়টি থেকে বের হয়ে তিনি রাজধানী সিউলের ব্যক্তিগত বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।  দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিন মাস আগে পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছিল সাংবিধানিক আদালত তা বহাল রাখার পর ক্ষমতাচ্যুত হন তিনি। ব্যক্তিগত লাভের লক্ষ্যে এক পুরোনো বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন এমন অভিযোগে গত বছরের মাঝামাঝি সময়ে সংসদে ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পার্ক ও তার বান্ধবী চোই সুন সিল দুজনই ভুল কোনো কিছু করার কথা অস্বীকার করেন। প্রেসিডেন্ট পদে থাকাকালে দায়মুক্তির সুযোগে অভিযোগের বিষয়টি নিয়ে জেরার প্রচেষ্টা উপেক্ষা করে গেছেন পার্ক। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ায় দায়মুক্তির সুযোগ হারান তিনি। মঙ্গলবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর