বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মুখ্যমন্ত্রীকে পিতার পরামর্শ

সব ধর্মকে সম্মান করতে হবে

মুখ্যমন্ত্রীকে তার দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিলেন বাবা। অনেকের অনেক প্রত্যাশা রয়েছে, সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীকে। এ মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিংহ বিস্তের। অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জারের কথায় : ‘বোরকা পরিহিত মহিলারাও তাকে ভোট দিয়েছেন। তার উচিত সব ধর্মকে সম্মান করা, সবার মন জয় করা।’ ছেলে মুখ্যমন্ত্রী। কিন্তু মুসলিমবিরোধী বিভিন্ন মন্তব্যের জন্য তিনি সমালোচিত, বিতর্কিত। এ অবস্থায় ছেলের প্রতি এই পরামর্শ দিলেন বাবা। পরিবার ছেড়ে অনেক বছর আগেই সন্ন্যাস নিয়েছেন যোগী আদিত্যনাথ। সন্ন্যাস নেওয়ার আগে তার নাম ছিল অজয় সিংহ বিস্ত। অজয় থেকে আদিত্যনাথ হয়ে ওঠার পর পূর্বাশ্রমের সঙ্গে যোগাযোগ আর পুরোদস্তুর নেই ঠিকই, কিন্তু ৮৪ বছরের বৃদ্ধ আনন্দ সিংহ বিস্ত আর তার স্ত্রী সাবিত্রী দেবীর কাছে আদিত্যনাথ এখনো সেই অজয়ই। ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় খুশির সীমা নেই আনন্দ-সাবিত্রীর পরিবারে। শুধু পরিবারে নয়, আদিত্যনাথের গোটা গ্রামই আত্মহারা, আপ্লুত। কিন্তু এত হৈচৈয়ের মাঝেও দায়বদ্ধতার কথা ভুলছেন না বৃদ্ধ বাবা। আনন্দ সিংহ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, মুসলিম নারীরাও বিজেপিকে ভোট দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর