শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউরোপীয়রা নিরাপদে হাঁটতে পারবে না

এরদোগানের হুমকি

গোটা ইউরোপের সঙ্গে টানাপড়েন শুরু হয়েছে তুরস্কের। দেশটির প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোগানকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী করতে আগামী মাসে গণভোট হবে। তবে ইউরোপের নেতারা প্রকাশ্যে না হলেও এই গণভোটের বিপক্ষে। এ অবস্থায় ইউরোপিয়ানদের সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের প্রতি ইউরোপ যে মনোভাব পোষণ করছে তা অব্যাহত থাকলে বিশ্বের কোথাও ইউরোপিয়ানরা নিরাপদে হাঁটতে পারবেন না। লন্ডনের অনলাইন এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এরদোগানের বরাত দিয়ে এ কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর