শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘ওবামাকেয়ার’ বাতিলের জন্য নিজের দলকে ট্রাম্পের আলটিমেটাম

‘ওবামাকেয়ার’ বাতিলের জন্য নিজের দলকে ট্রাম্পের আলটিমেটাম

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি অনুমোদনের জন্য রিপাবলিকানদের আলটিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবারই (গতকাল) এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠানের জন্য এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অবশ্য বৃহস্পতিবারই নতুন স্বাস্থ্যনীতি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন রিপাবলিকানদলীয় কয়েকজন আইনপ্রণেতার বিরোধিতার পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায়। তবে শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হয়েছে কী না তা জানা যায়নি। ‘ট্রাম্পকেয়ার’ নামে পরিচিতি পাওয়া নতুন স্বাস্থ্যনীতি ‘দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’-এ পূর্ববর্তী প্রশাসনের গৃহীত স্বাস্থ্যনীতিতে (যা ওবামাকেয়ার নামে পরিচিতি পায়) কিছু সংস্কার আনার কথা বলা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার পুরোপুরি বাতিল করতে চায়। আর এ নিয়েই ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানদের নেতৃত্বের মধ্যে বিরোধিতার সৃষ্টি হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প তার রিপাবলিকান সহকর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন, তাদের হয় নতুন স্বাস্থ্যনীতির পক্ষে ভোট দিতে হবে নয়তো তাদের আজীবন ওবামাকেয়ার নিয়েই থাকতে হবে। হোয়াইট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন বলে খবরে বলা হয়। এমনকি এক টুইট বার্তায়ও রিপাবলিকানদের প্রতি চাপ বজায় রেখেছেন ট্রাম্প। টুইটে তিনি লিখেন, ‘ওবামাকেয়ারের সাতটি ভয়ানক বছরের পর চমৎকার একটি স্বাস্থ্যনীতির জন্য এটা হচ্ছে আপনাদের চূড়ান্ত সুযোগ।’ বিবিসি।

সর্বশেষ খবর