শিরোনাম
শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কারামুক্ত হোসনি মোবারক

কারামুক্ত হোসনি মোবারক

অবশেষে মুক্তি পেলেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক (৮৮)। ছয় বছর ধরে বন্দী থাকার পর গতকাল  মুক্তি পেলেন তিনি। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মিসরের সাবেক এই শাসক। দক্ষিণ কায়রোর সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মোবারক বাসায় গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। গণঅভ্যুত্থানের সময় কয়েকশ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে মোবারককে মিসরের শীর্ষ আপিল আদালত এ মাসের শুরুর দিকে বেকসুর খালাস দেওয়ার পরই তাকে মুক্তির আদেশ দেওয়া হয়। মোবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১১ সালের গণঅভ্যুত্থানের মুখে ওই বছর ফেব্রুয়ারিতেই তিনি ক্ষমতাচ্যুত হন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর