সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

লন্ডন হামলায় একাই ছিল খালিদ মাসুদ

লন্ডন হামলায় একাই ছিল খালিদ মাসুদ

লন্ডনের ওয়েস্টমিনস্টারে হামলাকারী খালিদ মাসুদ একাই হামলাটি চালিয়েছে এবং পরবর্তী আর কোনো হামলার পরিকল্পনা করা হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। আর এ হামলা স্থায়ী হয়েছিল ৮২ সেকেন্ড। গণমাধ্যমের খবরে বলা হয়, মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু বলেছেন, সে এটা কেন করল তা হয়তো আমরা কখনোই বুঝতে পারব না, এমন একটি সম্ভাবনাও আছে আর আমাদের সবাইকে তা অবশ্যই মেনে নিতে হবে। একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার আগে মাসুদ ওয়েস্টমিনস্টার সেতুতে লোকজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন, এতে চারজন নিহত ও ৫০ জন আহত হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারী মাসুদ নিহত হন। ছুরিকাঘাতে নিহত পুলিশ কর্মকর্তা পিসি কিথ পামারের পরিবার বলেছে, পামারের বীরত্ব স্মরণীয় হয়ে থাকবে। পামারের জীবন বাঁচানোর চেষ্টাকারীদের মধ্যে যারা ছিলেন তাদের অন্যতম ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টোবিয়াস এলউড জানিয়েছেন, প্রচেষ্টা সার্থক না হওয়ায় ‘গভীর মর্মবেদনায় ভুগছেন’ তিনি।  বিবিসি

সর্বশেষ খবর