সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মসুলে বিমান হামলায় নিহত দুই শতাধিক, দায় স্বীকার আমেরিকার

জঙ্গি মারতে গিয়ে ইরাকের মসুলে বিমান হামলায় দুই শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র এবং তা স্বীকারও করেছে দেশটি। মসুলে দীর্ঘ দিন ধরেই জঙ্গি সংগঠন আইএস শক্ত ঘাঁটি। পেন্টাগন জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীর অনুরোধে মসুলকে আইএস মুক্ত করতে গিয়ে মার্কিন নেতৃত্বে মিত্রজোট যে বিমান হামলা চালিয়েছিল, তাতে ২০০-এর বেশি নিরীহ মানুষের মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালে আইএস নির্মূলে ইরাকে ঢোকার পর মার্কিন বিমান হামলায় এত বেশি নিরীহ মানুষ প্রাণ হারাননি। প্রত্যক্ষদর্শীরা অবশ্য বলছেন, ঘটনা আরও ভয়াবহ। মসুলের পাশের একটি এলাকা আঘাওয়াত জাদিদা। সেখানে তেমন প্রভাব নেই আইএসের। কিন্তু মার্কিন বিমান হামলায় সেই এলাকাও রেহাই পায়নি। ওই এলাকার বাগদাদ স্ট্রিটের ওপর গত ১৭ মার্চ যে বিমান হামলা হয়েছিল, শুধু তাতেই কয়েকশো’ মানুষের মৃত্যু হয়। হামলায় অনেক নারী-শিশুও প্রাণ হারান। শুধু একটি অ্যাপার্টমেন্টের ভগ্নস্তূপ সরাতেই ৫০টি মৃতদেহের সন্ধান মিলেছে।

সর্বশেষ খবর