সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

আল-কায়েদা নেতা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সম্প্রতি মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তার নাম কারি ইয়াসিন। শনিবার মার্কিন সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করে। ইয়াসিন প্রতিবেশী পাকিস্তানে অসংখ্য হামলার সঙ্গে জড়িত ছিল। পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলায় ইয়াসিন নিহত হয়েছে বলে  পেন্টাগন জানিয়েছে। এএফপি।

 

গাজা-ইসরায়েল সীমান্ত বন্ধ

ফিলিস্তিনে হামাসের জ্যেষ্ঠ নেতা মাজেন ফাকহা হত্যাকাণ্ডের জেরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সীমান্ত বন্ধ করে দিয়েছে গাজা প্রশাসন। এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল ও দেশটির মিত্রদের দায়ী করেছে হামাস। গত শুক্রবার রাতে গাজায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন মাজেন। মাথায় গুলি লেগে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত তা নিশ্চিত নয়। তবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। নিহত মাজেনের মরদেহ নিয়ে মিছিল করেছেন গাজাবাসী। এর পরপরই বন্ধ করে দেওয়া হয় সীমান্তের চেকপয়েন্ট। স্থানীয় সময় গতকাল হামাস প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজাম বলেন, ‘ইসরায়েলের সঙ্গে গাজার উত্তরের হানোউন চেকপয়েন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আল জাজিরা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর