বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আরএসএস প্রধানকে ভারতের রাষ্ট্রপতি করার আহ্বান

আরএসএস প্রধানকে ভারতের রাষ্ট্রপতি করার আহ্বান

ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির মেয়াদকাল শেষ হতে যাচ্ছে চলতি বছরের জুলাইতে। এর পর দেশটির রাষ্ট্রপতি পদে কে বসছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ  ক্ষেত্রে বেশ কিছু দিন ধরে বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানির নাম শোনা যাচ্ছে। তবে এর মধ্যেই ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র সংগঠন শিবসেনা প্রস্তাব করেছে একজনের নাম। তিনি বিজেপির নীতিনির্ধারক বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। এ বিষয়ে আরএসএসের একটি পত্রিকার নির্বাহী সম্পাদক সঞ্জয় রাউত বলেন, ‘আমরা শুনেছি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মোহন ভগতের নাম বিবেচনা করা হচ্ছে। আর সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করি।’

সর্বশেষ খবর