বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
রাশিয়ার সঙ্গে সম্পর্ক

জিজ্ঞাসাবাদের মুখে ট্রাম্পের জামাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর যোগসাজশ নিয়ে তার জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সিনেটের গোয়েন্দা কমিটি। গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের বিজয়ের পর ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের সঙ্গে করা দুটি বৈঠক নিয়ে কুশনারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিনেট ইন্টিলিজেন্স কমিটি। তবে হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্টের উপদেষ্টা কুশনার স্বেচ্ছায় তদন্ত দলের মুখোমুখি হতে চেয়েছেন। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল কী না, সিনেটের এই কমিটি তা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা হিলারি ক্লিনটনকে পরাজিত করে ট্রাম্পকে জয়ী করতে ভূমিকা রেখেছে। রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে, আর ট্রাম্প একে ‘মিথ্যা গল্প’ অ্যাখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর