বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু আজ

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ২০০৯ সালের লিসবন চুক্তির ৫০ ধারা মেনে আজ দেশটির ইইউ ত্যাগের আনুষ্ঠানিক ইচ্ছার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে আনুষ্ঠানিক ও চূড়ান্তভাবে দেশটির ২৮ জাতির এ জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে ২ বছর লেগে যেতে পারে। সবকিছু ঠিকঠাক মতো চললে ২০১৯ সালের প্রথম দিকে ব্রেক্সিট বাস্তবায়ন শেষ হতে পারে। গত ২২ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের দফতরের একজন মুখপাত্র জানিয়েছিলেন যে, ২৯ মার্চ লিসবন চুক্তি মেনে ইইউ চার্টারের ৫০ ধারা সক্রিয় করা হবে অর্থাৎ ব্রিটেনের ইচ্ছার কথা জানিয়ে দেওয়া হবে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে একই দিন ব্রিটেনের ইইউ ত্যাগের ইচ্ছা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। যুক্তরাজ্যের ইইউ ত্যাগের প্রশ্নে গত বছরের ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে অর্ধেকের বেশি ভোটার দেশটির ইইউ ত্যাগের পক্ষে ভোট দেন। তবে দেশটির সুপ্রিম কোর্টের প্রতিবন্ধতায় ইইউ ত্যাগের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তেরেসা মের সরকার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল আনতে বাধ্য হয়। বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে সম্প্রতি পাস হয়। এর আগে একটি নিম্নকক্ষেও পাস হয়। বিবিসি।

সর্বশেষ খবর