বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুই বছরের মধ্যে ইইউ থেকে ব্রিটেনের বিদায়

ব্রেক্সিট শুরু

দুই বছরের মধ্যে ইইউ থেকে ব্রিটেনের বিদায়

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আর থাকছে না অর্থাৎ ব্রেক্সিট বাস্তবায়নে গতকাল ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের হাতে একটি চিঠি তুলে দিয়েছে যুক্তরাজ্য। লিসবন চুক্তির আর্টিকেল ফিফটির আওতায় সই করা এ চিঠিটি দিয়েই ব্রিটেন জানিয়ে দিয়েছে, তারা আর ২৮ সদস্যের এই পরিবারে থাকছে না। ৪৪ বছরের সংসারের ইতি। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, ব্রিটেন আশা করে ইইউর প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাদের সঙ্গে ব্রিটেনের একটি বিশেষ সম্পর্ক সব সময়েই থাকবে। ওদিকে, হাউস অব কমন্সে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মে ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের সময় গণনা যে শুরু হয়ে গেছে তা এমপিদেরকে জানিয়েছেন এবং সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। টুইটারে দেওয়া এক পোস্টে চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ডোনাল্ড টাস্ক। তেরেসা মে স্বাক্ষরিত চিঠিটি তার হাতে হস্তান্তর করেন ইইউতে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত টিম বারো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি আলোচনার সময় যুক্তরাজ্যের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবেন, যাদের মধ্যে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরাও রয়েছেন। ২০১৬ সালের জুনে এক গণভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় ব্রিটিশ নাগরিকরা। এদিকে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে তার দল সম্মান করে। আর্টিকেল ৫০ দুই পক্ষকেই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই বছর সময় দেবে। যদি দুই পক্ষই আলোচনার মেয়াদ বাড়াতে সম্মত না হয়, তবে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বিদায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। বিবিসি।

সর্বশেষ খবর