বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারতে মাংস ব্যবসায়ীরা বিপাকে

কলকাতা প্রতিনিধি

সম্প্রতি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই রাজ্যটিতে সব অবৈধ ও বেআইনি কসাইখানা বন্ধ করে দেয় যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি শাসিত সরকার। ফলে মাংস ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। উত্তরপ্রদেশের দেখাদেখি একদিন আগে বিজেপি শাসিত ঝাড়খন্ডেও অবৈধ কসাইখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এবার সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিল রাজস্থান, উত্তরাখন্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। আর এই চারটি রাজ্যই বিজেপি শাসিত। অর্থাৎ উত্তরপ্রদেশের দেখানো পথেই পর পর পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে বেআইনি কসাইখানার ঝাপ বন্ধ করা হচ্ছে। রিপোর্টে প্রকাশ, ইতিমধ্যেই হরিদ্বারে ৩টি, রাইপুরে ১১টি এবং ইন্দোরে ১টি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রাজস্থানের জয়পুরেও প্রায় ৪০০০টি মাংসের দোকান বন্ধের মুখে। আগামী এপ্রিল মাস থেকেই এগুলোকে বন্ধের ঘোষণা দিয়েছে জয়পুর পুরসভা। মাংস বিক্রেতাদের দাবি, এই ৪০০০ এর মধ্যে ৯৫০ দোকান বৈধ।

সর্বশেষ খবর