বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না

পশ্চিমবঙ্গের নাম বদলে মমতা ব্যানার্জির ‘বাংলা’ করার ইচ্ছা পূরণ করল না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ ওই নামে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মিল থাকায় কূটনৈতিক জট দেখা দিতে পারে। সূত্রে খবর, দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে পাঠানো এক চিঠিতে এ বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হলে বাংলাদেশের সঙ্গে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এ কারণ দেখিয়েই ‘বাংলা’ নামে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, প্রশাসনিক সুবিধার জন্য ইংরেজি, বাংলা এবং হিন্দি সব ভাষাতেই রাজ্যের নাম একটি রাখা হোক। কিন্তু নতুন নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অনুমোদন না দেওয়ায় হয় রাজ্য সরকারকে বর্তমান ‘পশ্চিমবঙ্গ’ নামটিই রেখে দিতে হবে, না হয় অন্য নাম খুঁজতে হবে, যাতে বাংলাদেশের সঙ্গে নামের ক্ষেত্রে কোনো সাদৃশ্য না থাকে। কলকাতা প্রতিনিধি

সর্বশেষ খবর