শিরোনাম
শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ফ্লিনের রাশিয়া কানেকশন

শাস্তি না হলে সাক্ষ্য দিতে রাজি

শাস্তি না হলে সাক্ষ্য দিতে রাজি

রাশিয়া কানেকশন নিয়ে সাক্ষ্য দিতে সম্মতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফ্লিন। তবে তিনি শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তাকে বিচারমুক্তির নিশ্চয়তা (ইনডেমনিটি) দেওয়া হলেই তিনি সাক্ষ্য দেবেন। ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। বিবৃতিতে ওই আইনজীবী বলেছেন, ‘নিশ্চিতভাবে জেনারেল ফ্লিনের অনেক কিছু বলার আছে। তিনি এটা বলতেও চান যদি পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়।’ কেলনার বিবৃতিতে উল্লেখ করেন, অন্যায্য বিচারে দায়মুক্তির আশ্বাস ছাড়া কোনো ব্যক্তিই এমন রাজনৈতিক ইস্যুতে মুখ খুলতে চাইবেন না। তিনি আরও বলেন, ‘ডাইনি খোঁজা’র মতো পরিবেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না ফ্লিন। রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের লোকজনের সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেসের সিনেট ও হাউস ইন্টিলিজেন্স কমিটি। শুনানি চলাকালে একজন সাক্ষ্যদাতা ইতিমধ্যে ক্রেমলিনের অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের জের ধরে হোয়াইট হাউসের দায়িত্ব অবহেলার অজুহাত দেখিয়ে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর থেকেই রাশিয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে নামে এফবিআই ও সিনেট ইন্টেলিজেন্স কমিটি। বিবিসি।

সর্বশেষ খবর