শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্লু হাউস থেকে অন্ধকার ঘরে

ব্লু হাউস থেকে অন্ধকার ঘরে

পার্ক গিউন

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন। দিন কয়েক আগেও ছিলেন বিশাল ক্ষমতাধর। বাস করতেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুন্দর ও নিরাপদ বাসভবন ব্লু হাউসে। অথচ অল্প কদিন পরেই তাকে এখন বাস করতে হচ্ছে জেলখানার ‘অন্ধকার কুঠুরি’তে। পার্ক বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা উচিত হবে কি না, তা নিয়ে শুনানি হয়। শুনানি শেষে তার গ্রেফতারের অনুমোদন করে আদালত। এরপর তাকে একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। পার্কের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। যদিও অভিযোগ অস্বীকার করে আসছেন পার্ক। এ ছাড়াও ক্ষমতায় থাকা অবস্থায় বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন এমন অভিযোগে গত বছরের মাঝামাঝি সময়ে সংসদে ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এসব অভিযোগ ও তুমুল বিক্ষোভের প্রেক্ষিতে দেশটির পার্লামেন্ট গত বছরের ডিসেম্বরে তাকে অভিশংসন করে। প্রেসিডেন্ট থাকাকালে বিচার থেকে দায়মুক্তির আওতায় ছিলেন পার্ক। কিন্তু চলতি মাসে দেশটির সাংবিধানিক আদালতের রায়ে বরখাস্ত হওয়ার পর দায়মুক্তির সুবিধা হারান তিনি। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে যদি পার্ক দোষী সাব্যস্ত হন তাহলে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।  বিবিসি।

সর্বশেষ খবর