শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গরু জবাইয়ে ১০ বছর জেল

ভারতের গুজরাট প্রদেশে গো-হত্যা ও পাচার প্রতিরোধে আরও কঠোর আইন করা হয়েছে। নতুন আইনে গো-হত্যা, জবাই বা পাচারের শাস্তি রাখা হয়েছে ন্যূনতম সাত থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড। এর আগে একই অপরাধে সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। গতকাল দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যসভায় ‘গুজরাট প্রাণী  সংরক্ষণ বিল-২০১৭ (সংশোধনী) পাস হয়েছে। নতুন আইনে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। আগের ৫০ হাজার রুপি থেকে জরিমানা করা হয়েছে ১ লাখ রুপি। দ্য হিন্দু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর