শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘আসাদকে ক্ষমতাচ্যুত করা অগ্রাধিকার নয়’

‘আসাদকে ক্ষমতাচ্যুত করা অগ্রাধিকার নয়’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় নেই জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।  তিনি বলেন, ‘বিগত প্রশাসনের মতো আমরা আসাদকে নিয়ে পড়ে থাকতে চাই না।’ বৃহস্পতিবার সাংবাদিকদের নিকি বলেন, ‘সিরিয়ার যার সঙ্গে কাজ করলে পরিস্থিতির উন্নতি হবে তিনিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ এর আগে ওবামা প্রশাসন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছিল। এ জন্য ওবামা প্রশাসন সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছিল। তবে সিরিয়া ও ইরাকে আইএসের উত্থানের পর আসাদকে উত্খাতের পরিকল্পনা ছেড়ে জঙ্গি দমনে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। এবার ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিল, সিরিয়া নিয়ে ওবামা প্রশাসনের নীতি ধরে চলবে না তারা। বিবিসি।

সর্বশেষ খবর