শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্বাধীনতা প্রশ্নে ফের গণভোট চায় স্কটল্যান্ড

যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে তখন স্কটল্যান্ড ফের স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোট আয়োজনের ক্ষমতা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে চিঠি দিয়েছে। তবে যুক্তরাজ্যের সরকার ইঙ্গিত দিয়েছে যে, এ ধরনের গণভোট আয়োজনের জন্য এখনি উপযুক্ত সময় নয়। স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন যুক্তি তুলে  ধরে বলেছেন, ব্রেক্সিটের ভোটের জের ধরে স্কটল্যান্ডের জনগণেরও তারা কোন পথে যাবে সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা উচিত। গণভোট আয়োজনের অনুমতি চাওয়ার প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ  ভোটে স্কটিশ পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে ওই গণভোট আয়োজনের অনুরোধ করা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর