শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

নামের মরদেহ ফেরত

মালয়েশিয়ায় হত্যার শিকার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সত্ভাই কিম নামের মরদেহ ফেরত দিয়েছে দেশটি। চীনের রাজধানী বেইজিং হয়ে গতকাল তার লাশ উত্তর কোরিয়া পৌঁছায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং একথা জানান। এ হত্যাকাণ্ডের জেরে দেশ দুটিতে আটকা পড়া পরস্পরের নাগরিকদের ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তির আওতায় নামের মরদেহ ফেরত দিল মালয়েশিয়া। বিবিসি।

ভারতকে চীনের সতর্কতা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার আসন্ন ভারত সফর নিয়ে দেশটিকে সতর্ক করল চীন। এপ্রিলের ৪ থেকে ১৩ তারিখ পর্যন্ত ভারতের অরুণাচল প্রদেশ সফর করার কথা রয়েছে তার। এ সফর অনুষ্ঠিত হলে তা দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্কে ‘মারাত্মক ক্ষতি’ বয়ে আনবে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানান। পিটিআই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর