সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৫৪ জনের প্রাণহানি

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৫৪ জনের প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুতুমায়ো প্রদেশে ভূমিধস ও বন্যায় অন্তত ২৫৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েকশ। বিবিসির খবরে জানা যায়, রাতভর ভারি বৃষ্টিপাতে পুতুমায়ো প্রদেশের নদীর পানি উপচে মোকোয়া শহর প্লাবিত হয়। গতকাল ভোরের দিকে বহু ঘরবাড়ি পাহারের পাদদেশে মাটির নিচে চাপা পড়ে। কলম্বিয়ার ২০০ বছরের ইতিহাসে এ ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে মনে করা হচ্ছে। রেডক্রস বলছে, কমপক্ষে ২২০ জন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। সান্তোস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য তিনি সবই করবেন। এ ঘটনাকে তিনি মর্মান্তিক বলে মন্তব্য করেন। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত ২৫৪ জন নিহত হয়েছে। ৪০০ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২০০ জন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সান্তোস নিহত ব্যক্তিদের সংখ্যা ১৯৩ বলে জানান। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সহস্রাধিক সেনা এবং পুলিশ কর্মকর্তা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। একজন সেনা কর্মকর্তা জানান, স্থানীয় হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। ভূমিধসে প্রাণহানির এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী শোক জানিয়েছেন।

সর্বশেষ খবর