মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে শায়েস্তার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে : ট্রাম্প

উত্তর কোরিয়াকে শায়েস্তার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে : ট্রাম্প

কিম জং উন, ডোনাল্ড ট্রাম্প

চীনের সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘চীন উত্তর কোরিয়া সমস্যা সমাধানে এগিয়ে না এলে আমরা তা করব, যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নিতে পারে।’ ব্রিটিশ পত্রিকা ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’কে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত সাক্ষাতের আগে ট্রাম্প এ মন্তব্য করলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের অনেক বড় প্রভাব আছে। চীন হয় আমাদের সাহায্য করার সিদ্ধান্ত নেবে বা নেবে না। তারা সাহায্য করলে চীনের জন্যও তা মঙ্গলদায়ক হবে। আর না করলে তা কারও জন্যই ভালো হবে না।’ তবে উত্তর কোরিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। গত মাসে শক্তিশালী রকেট প্রযুক্তি তৈরির দাবি করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই রকেট পরীক্ষার ঘোষণার সময় নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাপানসহ পূর্ব এশিয়া সফর করছিলেন। উত্তর কোরিয়ার দাবি এই প্রযুক্তি তাদের মহাকাশ কর্মসূচিতে ব্যবহার করা হবে, তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যে এই প্রযুক্তিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য ব্যবহার করা হতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর