মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জিব্রালটারের জন্য ‘ফকল্যান্ডের মতো লড়বে’ ব্রিটেন

জিব্রালটারের জন্য ‘ফকল্যান্ডের মতো লড়বে’ ব্রিটেন

স্পেনের মূল ভূখণ্ডের সঙ্গে লাগোয়া জিব্রালটার প্রণালির কর্তৃত্ব নিজের কাছে রাখতে মরিয়া ব্রিটেন। স্পেনের দাবি এটা তাদের অংশ। কিন্তু ব্রিটিশরা প্রায় ৩০০ বছর এর কর্তৃত্ব ধরে রেখেছে। কিন্তু স্পেন কখনই ভূমধ্যসাগর তীরের এই পোতাশ্রয়টির দাবি ছাড়েনি। মাঝে মধ্যেই তারা ক্ষুদ্র এ ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি করেছে। ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সে সময় স্পেন জিব্রালটারের নিয়ন্ত্রণ চেয়ে নতুন করে চাপ বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নকে স্পেনের সরকার জানিয়েছে, ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট নিয়ে আপস মীমাংসায় জিব্রালটারের নিয়ন্ত্রণের ইস্যুটি শর্ত হিসাবে জুড়তে হবে। আর এ খবর প্রচার হওয়ার পর, ব্রিটেনের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক ব্রিটিশ রাজনীতিকের কথায়, অনেক দক্ষিণপন্থি সংবাদপত্রের লেখায় যুদ্ধের ভাষা ব্যবহৃত হচ্ছে। ব্রিটেনের পার্লামেন্টের লর্ড সভার প্রভাবশালী সদস্য মাইকেল হাওয়ার্ড হুঁশিয়ার করেছেন, ফকল্যান্ডসের মতো জিব্রালটারকে রক্ষায় যুদ্ধে যেতেও পিছপা হবে না তার দেশ। উল্লেখ্য, ১৯৮২ সালে আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ডস দ্বীপ পুনর্দখলের যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারিয়েছিল। ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৫৫ জন সৈন্য মারা গিয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর