মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইরাকে ট্রাম্প জামাতা কুশনার

ইরাকে ট্রাম্প জামাতা কুশনার

সংঘাতকবলিত ইরাকে আকস্মিক সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার। দেশটির প্রশাসনের সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনের কৌশল বিষয়ে আলোচনা করাই তার এ সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে। তবে কুশনারের এ সফরের বিস্তারিত আর কিছুই জানানো হয়নি। ইরাক সফরে কুশনারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের  চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড।

আইএস দমনে ইরাকের সরকারি বাহিনী সম্প্রতি অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী এসব অভিযানে বিমান হামলা চালিয়ে ইরাকের সরকারি বাহিনীকে সহায়তা করছে। এপি, ফক্স নিউজ।

সর্বশেষ খবর