মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কৃষ্ণকে ‘নারী উত্ত্যক্তকারী’ বলে বিপাকে আইনজীবী

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিতর্কিত যোগী আদিত্যনাথ ক্ষমতা নেওয়ার পর সেখানে বখাটেদের শায়েস্তা করতে রোমিও বাহিনী নামিয়েছেন। এর সমালোচনা করে রবিবার টুইট করেছেন দেশটির এক শীর্ষ আইনজীবী ও রাজনীতিক প্রশান্ত ভূষণ। টুইটে তিনি লেখেন, ‘রোমিও তো শুধু একজন নারীকে ভালোবাসত, কিন্তু কৃষ্ণতো কিংবদন্তি নারী উত্ত্যক্তকারী ছিলেন।’ এ টুইটের সঙ্গে সঙ্গেই কট্টর হিন্দুদের কাছ থেকে সমালোচনা আর গালিগালাজের মুখে পড়েন প্রশান্ত ভূষণ। দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল বাগ্গা গতকাল পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি বলেন, আইনজীবী ভূষণ ভগবান কৃষ্ণের অবমান করেছেন এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অবশ্য চাপের মুখে ওই আইনজীবী বলার চেষ্টা করছেন হিন্দু ধর্ম বা কৃষ্ণকে অপমান করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি শুধু বলার চেষ্টা করেছেন যে, উত্তর প্রদেশে যে যুক্তিতে রোমিও স্কোয়াড নামানো হয়েছে, সেই বিচারে কৃষ্ণকেও উত্ত্যক্তকারী মনে হতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর