মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

১১ নাবিকসহ ভারতীয় জাহাজ ছিনতাই

সোমালিয়ার উপকূলে ১১ ভারতীয় নাবিকসহ একটি ছোট আকারের জাহাজ ছিনতাই হয়েছে। নাবিকদের ছেড়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপণ চেয়েছে জলদস্যুরা। জলদস্যুতাবিরোধী একটি প্রাইভেট প্রতিষ্ঠানের বরাতে পিটিআই গতকাল এ খবর দিয়েছে।

গ্রায়েম গিবন ব্রুকস অব ড্রাইয়াড মেরিটাইম সংবাদ সংস্থা এপিকে জানায়, ছিনতাইয়ের পর জাহাজটিকে সোমালিয়ার উত্তরাঞ্চলীয় ইল এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি দুবাই থেকে সোমালিয়ার বোসাসোতে যাচ্ছিল।

বাহরাইনে ইউএস নৌবাহিনীর পঞ্চম বহরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। জলদস্যুতাবিরোধী আঞ্চলিক প্রচেষ্টা পর্যবেক্ষণ করে থাকে মার্কিন এই নৌবহর।  সোমালীয় উপকূলে এটাই হচ্ছে সর্বশেষ ছিনতাইয়ের ঘটনা। গত মার্চে কোমোরোসের পতাকাবাহী ‘আরিস-১৩’ নামে একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছিল দস্যুরা।

সর্বশেষ খবর