বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার পাল্টা হুমকি

পিয়ংইয়ংয়ের সর্বশেষ দফায় চালানো অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ জোরদার করলে পাল্টা এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে চীন কোনো পদক্ষেপ না নিলে পিয়ংইয়ংকে এককভাবে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার পর তারা এ হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ংইয়ং। এএফপি।

সর্বশেষ খবর