বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘ জনসংখ্যা তহবিলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন প্রত্যাহার

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন থেকে বিশ্বের দেড় শতাধিক দেশে পরিবার পরিকল্পনা প্রকল্প পরিচালনাকারী এ সংস্থায় আর অর্থায়ন করবে না ট্রাম্প প্রশাসন। অর্থায়ন প্রত্যাহারের ব্যাখ্যায় মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এ কর্মসূচি গর্ভপাত ও জন্ম নিয়ন্ত্রণে মানুষদের বাধ্য করে। এর মাধ্যমে চলতি অর্থবছরে সংস্থাটি থেকে ৩ কোটি ২৫ লাখ ডলার ডলার প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোনো কর্মসূচি থেকে এই প্রথম মার্কিন অনুদান প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন। তবে ইউএনএফপিএ জানিয়েছে, মার্কিন এ সিদ্ধান্তে তারা দুঃখ প্রকাশ করছে। এর জন্য কোনো আইন ভঙ্গ হয়নি। নির্বাচনী প্রচারের সময় থেকেই গর্ভপাতের বিরুদ্ধে জোরাল অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিবিসি।

সর্বশেষ খবর