বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মসুল থেকে পালিয়ে গেছেন বাগদাদি

মসুল থেকে পালিয়ে গেছেন বাগদাদি

ইরাকের মসুল থেকে পালিয়েছেন আইএস নেতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি। মাস দুয়েক আগে মসুলে ইরাকি সেনারা চারদিক থেকে হামলা জোরদার করে। এর জবাবে আইএস জঙ্গিরা তীব্র পাল্টা আক্রমণ চালায় ও প্রতিরোধ গড়ে তোলে। ফলে অল্প সময়ের জন্য তারা উন্মুক্ত করে পশ্চিমমুখী সড়ক। এ সময়েই আত্মঘাতী বোমাসহ ১৭টি গাড়ি তাকে নিরাপদে শহর থেকে বের করে দেয়। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হোসেন এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দ্য ইন্ডিপেন্ডেন্টকে। তিনি বলেছেন, পূর্ব মসুলের পতনের পর ইরাকের নিরাপত্তা রক্ষাকারীরা ১৯ ফেব্রুয়ারি মসুলের পশ্চিমে আইএসের শক্ত ঘাঁটিতে চূড়ান্ত হামলা চালায়। এর পূর্ব মুহূর্তে পালিয়ে যায় আবু বকর আল বাগদাদি। তবে এ সময় আইএসও তীব্র পাল্টা হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হয়। ফুয়াদ হোসেন আরও বলেছেন, এ হামলা চালানোর জন্য সিরিয়া থেকে ৩০০ জঙ্গিকে মসুলে নিয়ে যায় আইএস। তারপর তারা তীব্র আক্রমণ শুরু করে। এরপর পালিয়ে যায় বাগদাদি।

সর্বশেষ খবর