বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিমানে আরও ইলেকট্রনিক যন্ত্র বহনে নিষেধাজ্ঞা আসছে

অভিবাসী ভ্রমণে নিষেধাজ্ঞায় হোঁচট খাওয়ার পর ট্রাম্প প্রশাসন বিমানে ইলেকট্রনিক যন্ত্র বহনে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। গত মাসে বিভিন্ন বিমানে ল্যাপটপ, নোটবুকসহ কয়েকটি ইলেকট্রনিক যন্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে আরও কয়েকটি পণ্য। এ ছাড়া নিষেধাজ্ঞায় যুক্ত হতে পারে আরও কয়েকটি বিমানবন্দরও।

ডেভিড লাপান নামে বিভাগের এক মুখপাত্র নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। লাপান বলেন, ‘বিমানে বিস্ফোরক দ্রব্য পরিবহন থেকে যাত্রীদের বিরত রাখাই লক্ষ্য। আর এটি সাধ্যমতো কমিয়ে আনতে আমরা বিভিন্ন ব্যবস্থা নেব।’

গত মাসে মধ্যপ্রাচ্যের আটটি মুসলিম দেশসহ উত্তর আফ্রিকার দেশগুলোর নাগরিকদের বিমানে যাত্রাকালে ইলেকট্রনিক যন্ত্রপাতি বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশগুলোর মধ্যে ছিল জর্ডান, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এএফপি

সর্বশেষ খবর