বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঘণ্টায় ৭৪০০ কিমির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া

যুদ্ধাস্ত্রর প্রতিযোগিতা বিশ্বকে নতুন চমকের চেয়ে ভীতিই ধরিয়ে দিচ্ছে বেশি। এই ভীতিতে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া। দেশটি নতুন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যার গতি ঘণ্টায় ৭৪০০ কিলোমিটার। এটি অ্যান্টি-শিপ মিসাইল। খুব দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, কিন্তু এটির যে গতিবেগ তাতে সামরিক শক্তিধর দেশগুলোও চমকে গেছে। এই বেগে ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই রুখে দেওয়ার মতো কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম আমেরিকাও এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। এই অভিমত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। শব্দের বেগের চেয়েও জোরে ছোটে যে ক্ষেপণাস্ত্র, তাকে বলে সুপারসনিক মিসাইল। ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস একটি সুপারসনিক মিসাইল। ব্রহ্মসের গতিবেগ শব্দের গতিবেগের প্রায় তিন গুণ। ৩৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছোটে ব্রহ্মস। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ব্রহ্মসের এই প্রচণ্ড গতিবেগ অনেক দেশের কাছেই উদ্বেগের কারণ। এত দ্রুত বেগে ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে রুখে দেওয়া মিসাইল শিল্ড বা মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে উঠতে পারে। ২০২২ সালে রুশ নৌসেনার হাতে তুলে দেওয়া হবে জারকন ক্ষেপণাস্ত্র।

সর্বশেষ খবর