বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সমুদ্রসীমায় যুদ্ধজাহাজ

জিব্রালটার নিয়ে ব্রিটেন স্পেন উত্তেজনা তুঙ্গে

জিব্রালটার নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ব্রিটেনের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছে স্পেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এনফ্যান্টা ক্রিস্টিনা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটেন। স্পেনের কাছে প্রতিবাদ পাঠাবে। ব্রিটিশ ওভারসিজ টেরিটোরি বা দেশের বাইরে তাদের কলোনি হিসেবে জিব্রালটারের সার্বভৌমত্ব নিয়ে দেশ দুটোর মধ্যে এ বিরোধ। এরই মধ্যে গত সপ্তাহে সেই উত্তেজনা বৃদ্ধি পায় সাবেক ব্রিটিশ মন্ত্রী মাইকেল হাওয়ার্ডের একটি বক্তব্যে। তিনি মন্তব্য করেছিলেন কৌশলগত ওই ভূখণ্ড (এনক্লেভ) রক্ষা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে যুদ্ধ শুরু করতে পারেন। ফকল্যান্ড নিজেদের কাছে রাখতে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধে যেভাবে সৈন্য পাটিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তার এ বক্তব্য প্রধানমন্ত্রী মে তাত্ক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেননি। এমনই পরিস্থিতির মধ্যে জিব্রালটারে ব্রিটেন দাবি করছে, তাদের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছে স্পেনের যুদ্ধজাহাজ। স্পেন সরকারও বিষয়টি স্বীকার করেছে। ফলে নতুন করে সম্পর্কের ওপর এর প্রভাব পড়েছে। জিব্রালটার সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ওই যুদ্ধজাহাজটি ব্রিটিশ/জিব্রালটার সমুদ্রসীমায় প্রবেশ করেছিল। এতে বাধা দেয় জিব্রালটার স্কোয়াড্রন এবং তাদের ফিরে যেতে বলা হয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট

সর্বশেষ খবর