বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

৩৭০০ বছর আগের পিরামিডের সন্ধান

৩৭০০ বছর আগের পিরামিডের সন্ধান

মিসরে তিন হাজার ৭০০ বছরের প্রাচীন পিরামিডের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের দাবি, ১৩তম ফারাওয়ের আমলে ওই পিরামিড তৈরি হয়। মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পিরামিডের অবস্থান কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে দাহশুর এলাকায়। প্রাচীন মিসরীয় রাজবংশের শাসনামলের মধ্যভাগ পর্যন্ত দাহশুর এলাকাটি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। তবে প্রত্নতাত্ত্বিকভাবেও ওই এলাকাটি বেশ সমৃদ্ধ। মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকৃত জিনিসগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে এবং আরও কিছু আবিষ্কার ও পিরামিডের আকার বোঝার জন্য খননকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই পিরামিডটি ১৩তম ফারাও রাজবংশের সময় তৈরি করা হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর