শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সু চিকে বর্ণবাদী আখ্যা দিলেন রোহিঙ্গা নেতা

সু চিকে বর্ণবাদী আখ্যা দিলেন রোহিঙ্গা নেতা

মিয়ানমারের রাখাইন প্রদেশের সংঘাতে মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে, মিয়ানমারের নেত্রী অং সান সু চি একথা বলার পর রোহিঙ্গা সম্প্রদায়ের একজন নেতা মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন। আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, এটা এক অচিন্ত্যনীয় বক্তব্য। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এর আগে বিবিসির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করে সু চি বলেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, মুসলমানরাই মুসলমানদের হত্যা করেছে। তবে তার মতে, সেখানে ‘জাতিগত নিধন’ শব্দটি সেখানকার পরিস্থিতির জন্য বেশি কঠোর। সু চির এসব বক্তব্যে প্রতিবাদ করে রোহিঙ্গা নেতা নুরুল বলেন, তিনি একজন বর্ণবাদী। তিনি রোহিঙ্গাদের চান না। রাখাইনে এখন যা কিছু ঘটছে তার সবকিছুই সু চি জানেন এবং এসব নৃশংসতায় তিনি নিজে একজন দোসর।” অং সান সু চির প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর আশাভঙ্গের কী কারণ থাকতে পারে? জবাবে নূরুল বলেন, তার মুক্তির প্রশ্নে রোহিঙ্গারাও অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে মিলে আন্দোলন করেছে। এখন তার কিছুই বাকি নেই। বিবিসি।

সর্বশেষ খবর