শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর অবশেষে দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে এ ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব। গতকাল বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়। চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ক্ষমতার জানান দিতেই উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এ দুই পরাক্রমশালী দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচ্য সূচির প্রধান বিষয় হচ্ছে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি। এএফপি।

সর্বশেষ খবর