শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এবার স্টিভ ব্যাননকে সরালেন ট্রাম্প

এবার স্টিভ ব্যাননকে সরালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিনিয়র কৌশলবিদ স্টিভ ব্যাননকে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে সরিয়ে দিয়েছেন। জানুয়ারিতে এনএসসির সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলে, দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে উদ্বেগ ছড়ায় যে, এই মহাগুরুত্বপূর্ণ পরিষদকেও রাজনীতিকরণ করা হচ্ছে। এনএসসি হলো মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে পরামর্শদাতা শীর্ষ প্রতিষ্ঠান। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এনএসসি থেকে ব্যাননকে অপসারণের মানে এই নয় যে, তাকে পদাবনমন করা হয়েছে। এনএসসিতে ব্যাননের স্থান ছিল অস্থায়ী। তাকে রাখা হয়েছিল তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ওপর চোখ রাখতে। ফেব্রুয়ারিতে রাশিয়া সংক্রান্ত এক কেলেঙ্কারির জেরে ফ্লিনকে বরখাস্ত করা হয়। খবরে বলা হয়, এনএসসি হলো মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে পরামর্শদাতা শীর্ষ প্রতিষ্ঠান। প্রেসিডেন্টের আদেশে এনএসসাইট আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যাশনাল ইন্টিলিজেন্স, সিআইএ-এর পরিচালক এবং জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যানকে। ২৭ই জানুয়ারি যখন ব্যাননকে এনএসসিতে অন্তর্ভুক্ত করা হয়, তখন সামরিক বাহিনীর প্রধানরাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের এই পরিষদ থেকে বাদ রাখা হয়। বিবিসি।

সর্বশেষ খবর