শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
রাসায়নিক হামলা

অভিযোগ অস্বীকার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

সিরিয়া কখনোই কারও বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। দেশটির ইদলিবে রাসায়নিক বোমা হামলায় ৮৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ দাবি করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম। তার অভিমত, এ ধরনের অস্ত্র নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার তো দূরে থাক, এমনকি জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও দেশটি ব্যবহার করেনি।

ইদলিবে গত মঙ্গলবারের কথিত রাসায়নিক হামলায় কমপক্ষে ৮৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। যাদের অনেকে শিশু। এ হামলার পেছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারদায়ী বলে দাবি করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করছেন। ঘটনার দিনই দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে ইদলিবের খান শেইখুনে রাসায়নিক হামলার কথা অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশটির বিমানবাহিনী ইদলিবের যেখানে হামলা চালায় সেটি জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের (আল কায়েদার সিরীয় নাম) একটি অস্ত্রাগার ছিল এবং সেখানে গোষ্ঠীটি রাসায়নিক অস্ত্র মজুদ রেখেছিল। সেখানে বিস্ফোরণ ঘটেই প্রাণহানির ঘটনা ঘটেছে। আল নুসরা, আইএস এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠী বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় এ ধরনের অস্ত্র মজুদ অব্যাহত রেখেছে বলেও তিনি যোগ করেন। সিরিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়াও দাবি করেছে, খান শেইখুনে আল নুসরার অস্ত্রাগার থেকে নির্গত বিষাক্ত রাসায়নিকেই ওই হতাহতের ঘটনা ঘটে। এএফপি

সর্বশেষ খবর