শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
রাসায়নিক হামলা

আসাদের ওপর চটেছেন ট্রাম্প

ইদলিব প্রদেশে ভয়াবহ রাসায়নিক হামলাকে ‘মানবতার অপমান’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় ৮৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তার ভাষ্য, ‘আমি বলব শিশুদের ওপর ওই হামলা আমার ওপর খুব বড় প্রভাব ফেলেছে। সিরিয়া ও আসাদ (প্রেসিডেন্ট বাশার আল আসাদ) সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি খুব বেশি পাল্টে গেছে।’ তবে সিরিয়ায় সহিংসতা বন্ধে আমেরিকার কোনো নতুন কৌশল থাকবে কিনা, তা নিয়ে তেমন কথা বলেননি ট্রাম্প। জর্দানের বাদশাহ আবদুল্লার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে বুধবার আবারও ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেড লাইন’ এঁকে তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে ওবামা প্রশাসন। ট্রাম্প বলেন, ওই ‘ফাঁকা হুমকি’র ফলে শুধু সিরিয়ায় নয়, বিশ্বের অনেক জায়গায় আমরা পিছিয়ে গেছি।’ তবে ওবামা ও তার কর্মকর্তারা এ সমালোচনা মানতে রাজি নন।  গার্ডিয়ান।

সর্বশেষ খবর