শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় ৩৩ জনকে গলা কেটে হত্যা

ইরাকে চলছে জঙ্গি সংগঠন আইএসবিরোধী  জোরালো অভিযান। আর এই সময় সিরিয়ার পূর্বাঞ্চলে ৩৩ জনকে হত্যা করেছে সংগঠনটির জল্লাদরা। বুধবার আইএসের নিজস্ব পন্থায় (গলা কেটে) এসব মানুষকে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। চলতি বছর এটাই আইএসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।  সংস্থাটি জানায়, বুধবার সকালে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর দেইর এজর-র আল-মায়াদিন মরুভূমিতে এ হত্যাযজ্ঞ চালিয়েছে আইএস। নিহতদের বয়স ১৮-২৫ বছর। ধারালো অস্ত্র দিয়েই এই হত্যাযজ্ঞ চালানো হয়। নিহতরা সিরিয়া সরকারের বাহিনী, মিত্র নাকি বিদ্রোহী তা নিশ্চিত হওয়া যায়নি।  সিএনএন।

সর্বশেষ খবর