শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘আমেরিকা বিশ্ব শান্তির জন্য হুমকি’

‘আমেরিকা বিশ্ব শান্তির জন্য হুমকি’

নিজ দেশের নেতিবাচক মনোভাবের সমালোচনা করতে পিছু হটছেন না মার্কিন চিন্তাবিদ ও বিশ্লেষক নোয়াম চমস্কি। তিনি দাবি করেছেন, অন্য কোনো দেশ নয় বরং আমেরিকাই এখন বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তার এ মন্তব্য মূলত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। ম্যাটিস সম্প্রতি মন্তব্য করেছিলেন ইরান এখন বিশ্ব শান্তির প্রতি সবচেয়ে বড় হুমকি। কিন্তু তার এই মন্তব্যের বিরোধিতা করে চমস্কি আমেরিকাকেই ওই হুমকি বলে দাবি করেছেন। গত সপ্তাহে এই মার্কিন চিন্তাবিদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছিলেন, এই প্রেসিডেন্ট নিজের অবস্থান পাকাপোক্ত করতে আমেরিকাতে হামলার নাটক সৃষ্টি করে জঙ্গিদের দায়ী করবেন।

তিনি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ পোলের জরিপের বরাত দিয়ে বলেন, বিশ্ববাসী মনে করে বিশ্ব শান্তির প্রতি আমেরিকাই সবচেয়ে বড় হুমকি। আর এক্ষেত্রে পাকিস্তান  দ্বিতীয় হলেও দেশটি মার্কিন সরকারের চেয়ে অনেক কম হুমকি। অন্যদিকে এই জরিপে ইরানের হুমকির বিষয়টি খুব কমই উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে লন্ডনে এসব মন্তব্য করেছেন চমস্কি। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস লন্ডনে বলেছিলেন, ইরান এখনো সন্ত্রাসবাদ রপ্তানিকারকের মতো আচরণ করছে এবং সশস্ত্র তত্পরতায় মদদ দিচ্ছে। ম্যাটিস ২০১২ সালেও বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই যে তিন হুমকির মুখোমুখি তা হলো— ‘ইরান, ইরান, ইরান’। তেহরান টাইমস

সর্বশেষ খবর