শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সোমালিয়াকে যুদ্ধক্ষেত্র ঘোষণা

সোমালিয়াকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ। একই সঙ্গে তিনি দেশটির সামরিক ও গোয়েন্দা প্রধানকে সরিয়ে নতুন ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছেন। সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে নতুন অভিযানের জন্য প্রস্তুত হতে। ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মোহাম্মদ। এরপর আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব রাজধানীতে বেশ করেকটি প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছে। বুধবার মোগাদিসুর একটি রেস্তোরাঁয় এক গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়। সামরিক উর্দি পরে নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন সোমালি প্রেসিডেন্ট মোহাম্মদ। একই সঙ্গে তিনি নতুন তরুণ জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমরা আল শাবাবের তরুণ ও ব্রেইনওয়াশ হওয়া যোদ্ধাদের অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিনের সময় দিচ্ছি; যে অস্ত্র ব্যবহার করে তারা আমাদের জনগণকে হত্যা করে। আমরা তাদের স্বাগত জানাব।’ এএফপি

সর্বশেষ খবর