শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অর্থমন্ত্রী বরখাস্ত

প্রেসিডেন্ট জুমার পদত্যাগ চেয়ে বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ চেয়ে দেশটির বিভিন্ন শহরে গতকাল বিরোধীদের ডাকে তুমুল বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট জুমা সম্প্রতি তার সরকারের অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সংকটের মধ্যে থাকা দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আরও অধিকতর খারাপ রূপ নিয়েছে। এরই জেরে প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বরখাস্তের শিকার অর্থমন্ত্রী প্রবীণ গর্ডান সাধারণভাবে আফ্রিকানদের কাছে বেশ শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তাকে বরখাস্তের এ ঘটনায় খোদ ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস—এএনসির মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এএনসির শীর্ষ নেতাদের কেউ কেউ জুমার প্রেসিডেন্ট পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি দলটির মিত্র সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টি ও দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন জুমাকে পদত্যাগের আহ্বানে শামিল হয়। তবে এএনসির জাতীয় ওয়ার্কিং কমিটি অর্থমন্ত্রীর পদত্যাগের ঘটনায় প্রেসিডেন্ট জুমাকে সমর্থন দেয়। ফলে তিনি এ যাত্রায় বেঁচে যান। বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ডাকে রাজধানী প্রিটোরিয়াসহ বিভিন্ন শহরে জুমাবিরোধী এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। জোহানেসবার্গে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় কমপক্ষে দুজন আহত হয়েছেন।  বিবিসি

সর্বশেষ খবর