শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি ভারতের

ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস (আইএআই) এক বিবৃতিতে এ তথ্য  জানায়। ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত ভারতের যে সব সামরিক চুক্তি হয়েছে এটিই সবচেয়ে বড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর চুক্তি করা হয়। এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর