শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে কড়া আঘাতের হুমকি উত্তর কোরিয়ার

কোরীয় উপদ্বীপে চলমান ত্রিদেশীয় সামরিক মহড়া থেকে কোনো ধরনের উসকানিমূলক তত্পরতা চালানো হলে যুক্তরাষ্ট্রে ‘নির্মম আঘাত’ হানার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। মস্কোয় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং-জুন বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেছেন, আমাদের সেনাবাহিনী এরই মধ্যে বলে দিয়েছে, চলমান মহড়া থেকে যদি আমেরিকা সামান্যতম উসকানিও দেয়, তাহলে আমরা নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি। আমেরিকার পক্ষ থেকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে।’

সর্বশেষ খবর