রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইদলিবে ফের বিমান হামলা

বিমান ঘাঁটিতে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ইদলিবে ফের বিমান হামলা

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুনে ফের বিমান হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় এক নারী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ও গতকাল এ হামলা চালানো হয় বলে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও কর্মীরা দাবি করেছে। সিরিয়ার শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন বিমান হামলা ও ভূমধ্যসাগরে সিরীয় একটি বন্দরে রুশ একটি যুদ্ধজাহাজ রওনা হওয়ার প্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটল। গত ৪ এপ্রিল ইদলিবের খান শেইখুনে বিদ্রোহীদের একটি অস্ত্রাগারে কথিত রাসায়নিক হামলা চালায় সিরীয় বিমান বাহিনী। এতে কমপক্ষে ৮৬ ব্যক্তি নিহত হন যাদের বেশিরভাগই শিশু। এর জবাবে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়ার শাইরাত বিমান ঘাঁটিতে ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৯ ব্যক্তি নিহত হন।  হামলা ও পাল্টা হামলার জেরে সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনার মধ্যেই ইদলিবে ফের বিমান হামলার ঘটনা ঘটল।  আলা আল ইউসুফ নামে এক অ্যাক্টিভিস্ট সিএনএনকে বলেন, খান শেইখুনের একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় ওই নারীর মৃত্যু হয়। কোন দিক থেকে এ হামলা চালানো হয় তা পরিষ্কার নয়। তবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত শাইরাত বিমান ঘাঁটিতে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে সরকারসমর্থক দুটি গণমাধ্যম ও একটি বিরোধী গোষ্ঠী গতকাল জানায়। এ ছাড়া ইদলিবে রুশ ও সিরীয় বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন টার্গেটে প্রায়ই বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে স্বভাবতই শহরটিতে নতুন করে বিমান হামলার পেছনে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, সিরিয়ার বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণ হলেও বেশ কয়েকজনকে আটকের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার ও ইউনিয়ন স্কয়ারের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে এ হামলার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানায়। সিএনএন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর